আমি কেবলই শূণ্য
দিনের পদধূলি মাড়িয়ে
বহুক্ষণ বহুসময় নষ্ট করে
হঠাৎ বৃষ্টির মতো,প্রেমের
মাধুরী বিছিয়ে দিয়ে
আমাকে নজরে ফেলে
ভালবাসা নিয়েছো ।
দিয়েছে বটে,তাতে
নামে ভালবাসা নাকি ছলনার ?
তাতো বুঝে উঠতে পারিনি
নিজেকে গুটিয়ে ও নিতে
এতটুকু ধ্যানে আসেনি,
কারণ
ততক্ণণে প্রেমে অন্ধ আমি ।
সৃষ্টির উল্লাসে ভালবাসার বাতাসে
উড়িয়েছো মায়াবী শাড়ীর আচল
সেই শাড়ীর আচল সংসার,সংসারে হবে না আপন
কল্পনা ও করতে পারিনি ।
এ কেমন খেলা হায়রে ! বিধাতা খেললে তুমি ।
দু'চোখে শুধুই অথৈ পানি
বুকটা আমার ভেঙ্গে চূড়ে হয়ে যায় গুড়ো গুড়ো
প্রিয়া তুমি যখন বাসর ঘরে
আমি কেবলই শূণ্য
বিরহের অনলে পুরে ।
বহুক্ষণ বহুসময় নষ্ট করে
হঠাৎ বৃষ্টির মতো,প্রেমের
মাধুরী বিছিয়ে দিয়ে
আমাকে নজরে ফেলে
ভালবাসা নিয়েছো ।
দিয়েছে বটে,তাতে
নামে ভালবাসা নাকি ছলনার ?
তাতো বুঝে উঠতে পারিনি
নিজেকে গুটিয়ে ও নিতে
এতটুকু ধ্যানে আসেনি,
কারণ
ততক্ণণে প্রেমে অন্ধ আমি ।
সৃষ্টির উল্লাসে ভালবাসার বাতাসে
উড়িয়েছো মায়াবী শাড়ীর আচল
সেই শাড়ীর আচল সংসার,সংসারে হবে না আপন
কল্পনা ও করতে পারিনি ।
এ কেমন খেলা হায়রে ! বিধাতা খেললে তুমি ।
দু'চোখে শুধুই অথৈ পানি
বুকটা আমার ভেঙ্গে চূড়ে হয়ে যায় গুড়ো গুড়ো
প্রিয়া তুমি যখন বাসর ঘরে
আমি কেবলই শূণ্য
বিরহের অনলে পুরে ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ১৮/১১/২০১৪প্রথম লেখা। আপনাকে আসরে অভিন্দন এবং স্বাগতম। বিন্যাস সত্যি অনেক সুন্দর হয়েছে। বানান গুলো দেখে নিবেন। সব মিলিয়ে ভালো লাগলো।
-
অনিরুদ্ধ বুলবুল ১৭/১১/২০১৪শেষটা কিছুই ধরতে পারি নি! এছাড়া কবিতাটির সামগ্রীক বর্ণনা বিন্যাস ভালই হয়েছিল