হেমন্ত এবং হেমন্তের ভিতর তুমি
হেমন্তের পরশে ছুয়ে যাক মন
ধানের পাতায় শিশির বিন্দু ক্ষণ,
উচ্ছাস কৃষকের মুখে উন্মাদীয় হাসি
পাকা ধানের ঘ্রাণ অপরুপ মিষ্টি,
শীতের কুঁয়াশায় জেকে বসা সকাল
রৌদ্রের কোলে মাথা রেখে শরীর জুড়ানো
আহা ! মিষ্টি কি সৃষ্টি বিধাতার দান ?
জীবনের টান বন্ধুত্ত্বের মতো অম্লান কাঁথায় মুড়ানো ।
নিস্তেজ বিকেলের গোধূলির আভায় হাল্কা শীতের দাপট
চারদার সবুজ বর্ণালী নুয়ে পড়ার আয়োজন
ধীরে ধীরে ঝেঁকে বসা সন্ধ্যার আসর
মনে পরে প্রিয়জনার ক্ষুদ্র ভাল লাগার কথার কুজন,
টেবিলে বসে পড়া গল্প কিংবা কিবতা
হয়তো কিছু লেখার চেষ্টায় কিছু খোঁজা
তখনই মনে পরে প্রিয়মুখ কিংবা প্রিয় সূচনা,
ঘুম কাতুরে চোখ যখন,হয়তো পায় স্বপ্নে
হয়তো না হয় একবার পায়,পায় ঠাকই
কে সে ? হেমন্তের সকালের ঘুম ভেঙ্গে যায়
অবিকল হয়তো তুমি হয়তো ভুল
হয়তো হেমন্ত আমার হেমন্তের মাঝে তুমি
অনাবিল পাঁকা ধানের স্বর্ণালী রুপের ভেতর ।
ধানের পাতায় শিশির বিন্দু ক্ষণ,
উচ্ছাস কৃষকের মুখে উন্মাদীয় হাসি
পাকা ধানের ঘ্রাণ অপরুপ মিষ্টি,
শীতের কুঁয়াশায় জেকে বসা সকাল
রৌদ্রের কোলে মাথা রেখে শরীর জুড়ানো
আহা ! মিষ্টি কি সৃষ্টি বিধাতার দান ?
জীবনের টান বন্ধুত্ত্বের মতো অম্লান কাঁথায় মুড়ানো ।
নিস্তেজ বিকেলের গোধূলির আভায় হাল্কা শীতের দাপট
চারদার সবুজ বর্ণালী নুয়ে পড়ার আয়োজন
ধীরে ধীরে ঝেঁকে বসা সন্ধ্যার আসর
মনে পরে প্রিয়জনার ক্ষুদ্র ভাল লাগার কথার কুজন,
টেবিলে বসে পড়া গল্প কিংবা কিবতা
হয়তো কিছু লেখার চেষ্টায় কিছু খোঁজা
তখনই মনে পরে প্রিয়মুখ কিংবা প্রিয় সূচনা,
ঘুম কাতুরে চোখ যখন,হয়তো পায় স্বপ্নে
হয়তো না হয় একবার পায়,পায় ঠাকই
কে সে ? হেমন্তের সকালের ঘুম ভেঙ্গে যায়
অবিকল হয়তো তুমি হয়তো ভুল
হয়তো হেমন্ত আমার হেমন্তের মাঝে তুমি
অনাবিল পাঁকা ধানের স্বর্ণালী রুপের ভেতর ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২৩/১১/২০১৪
-
একনিষ্ঠ অনুগত ২৩/১১/২০১৪ভালো লাগলো বেশ...
-
মোঃ শফিকুল ইসলাম মোল্লা (সজীব) ২২/১১/২০১৪অসাধারন প্রকাশ
অভিকল=অবিকল। একটু দেখে নিবেন প্লিজ।
আর লেখাটা সুন্দর হয়েছে...............