মোঃ আবদুল করিম
মোঃ আবদুল করিম-এর ব্লগ
-
কবি হবার বাসনা সাহিত্যের প্রতি দূর্বলতা
কাজ করে দু'এক লাইন আনমনে এসে যায়
সরলে হোক আর গড়লে হোক,হোক কঠিন মুহূর্তে
এরই মাঝে একটু একটু করে সৃষ্টি নেয় কবিতা । [বিস্তারিত] -
ভাবতে পারিনা আমি ভাবতে পারিনা
ভাবতে গেলে জীবন বাকে ছন্দ থাকে না
ছন্দ যদি নাইবা থাকে শূণ্য বন্দনা
বন্ধি হয়ে থাকলো ভূবন সুখ সাজলো না [বিস্তারিত] -
ওরে প্রদ্বীপ নিভে গেলি
জীবন সংসার কি দেখলি ?
সময় হয়নি,হয়নি যাবার
অসময়ে নিভিয়ে দিলি [বিস্তারিত] -
তোমার চোখে চোখ রাখতেই
চোখ পড়েছে বুকে
তোমার সরলতা উড়নায় ডেকে
প্রেমের বন্ধনে দিয়েছো বেঁধে । [বিস্তারিত] -
সূর্যকে দেখেছিলাম ভোরের কোলেতে
ভাবিনি কোল ছেরে,মেঘের পরে মেঘ
আড়াল করা সৃষ্টি করবে ভেদ,
বৈকাল না হতেই মাটিতে ঝড়া ফুল [বিস্তারিত] -
এইতো আমার মনের বাড়ি বন্ধু তুমি আইসো
বুকের খাটে শুইতে দেবো ভাল তুমি বাইসো ।
সুখের জমিন চাষ করিবো তুমি হলে ফুল
হৃদয়ের ফুলদানিতে রাখবো করে আনন্দেরই কুল । [বিস্তারিত] -
বিজয় সেতো আজ বিশ কোটি
বাঙ্গালীর অজস্র অজস্রতায়
গর্বিত বাংলাদেশ ।
যার তুলনা বর্ণনা রূপের নেই কোন শেষ । [বিস্তারিত] -
তোমার জন্য বড় পাগল আমি
কেন কিসের কারণ কি দেখেছি তোমার মাঝে ?
তোমার মাঝে কি যাদু আছে ?
কি মন্ত্র তন্ত্র যানো ? [বিস্তারিত] -
কন্যা লাগাম দাও মুখ তোমার
বইলোনা আর তুমি
এই দেখো ভালোবাসার পয়গাম আনছি আমি
কন্যা চোখ খোল [বিস্তারিত] -
পুরনো গল্প কি আর বলবো
নতুন করে
আমিতো পুড়ছি জ্বলে জ্বলে পুড়ছি
ইটের ভাটায় ইট যেমন পুড়ে [বিস্তারিত] -
তুমি গিয়েছো চলে
শূণ্যতা বিরাজ করে
আলো আধারির খেলায়,
পরশ ভুলিয়ে ছিলে [বিস্তারিত] -
বহুদিন পর যৌবনের ফাগুনের রঙে
প্রেম ভালোবাসার হিসাব কষতে গিয়ে
হিসাবে গরমিল জীবন বাজেটে
নৈতিংষ্ম সত্ত্বা আবরণ ডেকে [বিস্তারিত] -
কোন একদিন হঠাৎ যদি আমি
রাতের ঘুম শেষে সকালে না উঠি
ক্ষমা করে দিও তুমি,
ভুল করে ভালোবাসায় অপরাধ হয় যদি [বিস্তারিত] -
সেটুকু তোমার বিশ্বাস
যেটুকু তোমার মেমোরি
ততটুকুইতো তুমি
ভালোবাসবে,কাছে ডাকবে [বিস্তারিত] -
ভালো ভালো ভালো আমার
ভালো লাগে না
কিসে ভালো জীবন আমার
থাকবে স্বাচ্ছন্দ্যে [বিস্তারিত]
- ১
- ২