অবুঝ স্রোতের দুরন্ত শৈশবে
এক-আধটু বখাটেপনা
অগ্রজের নির্মিত নিয়মের দেয়াল ভাঙ্গা
অবুঝ স্রোতের দুরন্ত শৈশবে
বাঁধভাঙ্গা বানে ভেসে যাওয়া ফসল আগলাতে
দেবালয় থেকে জাদুরকাঠি হাতে
দেবী তুমি এলে...
আজ্ঞাবহ আপদমস্তক আমার শৈশব
দেবীর আগমনে ভক্তের অনুকম্পা কিনা জানিনা
তবে সেদিন তোমার আগমন না হলে
এমন পরিপাটি জীবনের আস্বাদ হতনা
ভালোবাসার পুলকের বোধটুকু তখনও ঘুমিয়ে
এক অসন্দিগ্ধ মায়ায় পড়েছিলাম বাধা
অগ্রজের নির্মিত নিয়মের দেয়াল ভাঙ্গা
অবুঝ স্রোতের দুরন্ত শৈশবে
বাঁধভাঙ্গা বানে ভেসে যাওয়া ফসল আগলাতে
দেবালয় থেকে জাদুরকাঠি হাতে
দেবী তুমি এলে...
আজ্ঞাবহ আপদমস্তক আমার শৈশব
দেবীর আগমনে ভক্তের অনুকম্পা কিনা জানিনা
তবে সেদিন তোমার আগমন না হলে
এমন পরিপাটি জীবনের আস্বাদ হতনা
ভালোবাসার পুলকের বোধটুকু তখনও ঘুমিয়ে
এক অসন্দিগ্ধ মায়ায় পড়েছিলাম বাধা
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আলোকিত অন্ধকার ০৬/০৮/২০১৪বেশ লাগলো ভাই...।।
-
মীর শওকত ০৫/১১/২০১৩সুন্দর অনুভুতি, ভাল লাগল
-
দাদা মুহাইমিন চৌধূরী ০৫/১১/২০১৩খুব ভাল লাগল । চমৎকার লেখা
-
দীপঙ্কর বেরা ০৫/১১/২০১৩বেশ ভাল লাগল ।
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ০৫/১১/২০১৩চমৎকার লিখেছেন।খুবই ভালো লাগলো।