নীলিমা
নীলিমা! বলেছিলে নীল তোমায়
মুঠো মুঠো সুখ এনে দেবে,
সুখের বাড়ির সাথে নীলের নাকি আত্মীয়তা!
তোমার পায়ের কাছে ফেলে রাখবে
রাজ্যের সব পুলকের ঝাঁপি।
মাত্র তো কমাস গেলো
এরই মধ্যে এ কী কারবার!
নীলিমা! তোমার হাহাকার শুনি বারবার
বারান্দায়-মাঝঘরে-উনুনের সিথানে
কেন ভেসে আসে তোমার চিৎকার?
এক-আধটু বখাটেপনাই তো
তোমাকে ইমপ্রেস করেছিলো,
ওটুকু না হলে নাকি স্মার্ট হওয়া যায়না!
একটু বিড়ি-টিড়ি না খেলে পৌরুষত্বটাই ফিকে!
তবে আজ কেন? কেন এই আহাজারি!
অমন দুধে-আলতা কপালে তো
নিজেই পড়েছিলে নীল টিপ।
এখন সে বিষে ভরে গেছে সারা শরীর,
হয়তো দিনে দিনে ধেয়ে আসবে
তোমার জন্মভিটায়।
মুঠো মুঠো সুখ এনে দেবে,
সুখের বাড়ির সাথে নীলের নাকি আত্মীয়তা!
তোমার পায়ের কাছে ফেলে রাখবে
রাজ্যের সব পুলকের ঝাঁপি।
মাত্র তো কমাস গেলো
এরই মধ্যে এ কী কারবার!
নীলিমা! তোমার হাহাকার শুনি বারবার
বারান্দায়-মাঝঘরে-উনুনের সিথানে
কেন ভেসে আসে তোমার চিৎকার?
এক-আধটু বখাটেপনাই তো
তোমাকে ইমপ্রেস করেছিলো,
ওটুকু না হলে নাকি স্মার্ট হওয়া যায়না!
একটু বিড়ি-টিড়ি না খেলে পৌরুষত্বটাই ফিকে!
তবে আজ কেন? কেন এই আহাজারি!
অমন দুধে-আলতা কপালে তো
নিজেই পড়েছিলে নীল টিপ।
এখন সে বিষে ভরে গেছে সারা শরীর,
হয়তো দিনে দিনে ধেয়ে আসবে
তোমার জন্মভিটায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Înšigniã Āvî ০৬/১০/২০১৩অসাধারণ.....
-
সহিদুল হক ০৬/১০/২০১৩মুগ্ধতা রেখে গেলাম।
-
সুবীর কাস্মীর পেরেরা ০৬/১০/২০১৩রাসেল ভাই নীলিমারা আসলেই নীল। অনবদ্য লিখেছেন
-
ডাঃ প্রবীর আচার্য নয়ন ০৬/১০/২০১৩খাল কেটে কুমির আন আর কি। খুব ভালো কবিতার বিষয় ভালো লেগেছে
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ০৬/১০/২০১৩বক্তব্যে র চমৎকার উপস্থাপন।