ভালোবাসার ভাঙতি পঙক্তি (নয়)
(২৫)
দুপুর বেলা রোদের খেলা
তপ্ত পথ পিচঢালা
ঝরছে ঘাম পেয়ালা পেয়ালা
তোমার সাথে পথচলা
স্বস্তি তাই নেইকো জ্বালা
তুমি শীতল বরফ দোলা।
(২৬)
এইতো আছি বেশ-
আমার আঙুল ছুঁয়ে আছে
তোমার কালো কেশ।
পুলকের নেই শেষ
চুলের গন্ধে মন আনন্দে
এই-ই আছি বেশ।
(২৭)
এই কথাই শেষ কথা নয়
জেনে রেখো
এই আসাই শেষ আসা নয়।
আবার হারাবো, এইখানে নয়
পাগল প্রেমিক
যখন যেখানে মন যেথা কয়।
দুপুর বেলা রোদের খেলা
তপ্ত পথ পিচঢালা
ঝরছে ঘাম পেয়ালা পেয়ালা
তোমার সাথে পথচলা
স্বস্তি তাই নেইকো জ্বালা
তুমি শীতল বরফ দোলা।
(২৬)
এইতো আছি বেশ-
আমার আঙুল ছুঁয়ে আছে
তোমার কালো কেশ।
পুলকের নেই শেষ
চুলের গন্ধে মন আনন্দে
এই-ই আছি বেশ।
(২৭)
এই কথাই শেষ কথা নয়
জেনে রেখো
এই আসাই শেষ আসা নয়।
আবার হারাবো, এইখানে নয়
পাগল প্রেমিক
যখন যেখানে মন যেথা কয়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ০৫/১০/২০১৩ভালো হয়েছে।
-
אולי כולנו טועים ০৫/১০/২০১৩besh valo.
-
suman ০৫/১০/২০১৩অনেক সুন্দর. ...
-
সুবীর কাস্মীর পেরেরা ০৫/১০/২০১৩গুরু চালিয়ে যাও
-
Înšigniã Āvî ০৪/১০/২০১৩খুব খুব সুন্দর
-
ডাঃ প্রবীর আচার্য নয়ন ০৪/১০/২০১৩চমৎকার হচ্ছে ভালোবাসার ভাঙতি পঙতি ভিন্ন স্বাদের প্রতিটি অংশ খুব ভালো লাগছে