মনের জানালা
সে এসেছিলো, হয়তো আসবে ফের কোনোদিন মনের জানালায়। আমি কী বসে আছি তারই অপেক্ষায়! মন জানালার কাঁচগুলো এতো গুমোট কেন বুঝিনা। তার চোখের ভাষাটুকু পড়বার চেষ্টা করে ব্যর্থ হই বারে বার। স্বচ্ছ কাঁচের জানালায় তার মুখ। তবে কী আমার চোখে লেগে আছে আজানা কোনো অন্ধকার! নাকি আবেগের নদীতে হাবুডুবু খায় ভেতরে ঘুমিয়ে থাকা অন্য কেউ?
ঢেউগুলো পাড় হয়ে একবার মনে হয় পৌঁছে যাই গন্তব্যে। আবার এই দোলাচলটুকুও বুঝি হারাতে চায় না মন।
ঢেউগুলো পাড় হয়ে একবার মনে হয় পৌঁছে যাই গন্তব্যে। আবার এই দোলাচলটুকুও বুঝি হারাতে চায় না মন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
אולי כולנו טועים ০২/১০/২০১৩
-
ডাঃ প্রবীর আচার্য নয়ন ০২/১০/২০১৩অদ্ভূত দ্বান্দিক দৃষ্টিভঙ্গী। এটাই অধিকাংশ মানুষের মনের চিত্র । মনোবিজ্ঞানের বিচার অসাধারণ লেখা
-
দীপঙ্কর বেরা ০২/১০/২০১৩Bhalo lekha . Pore mon ta bhalo hoye lego .
-
Înšigniã Āvî ০২/১০/২০১৩ভিন্নতর.........
-
সুবীর কাস্মীর পেরেরা ০২/১০/২০১৩ভিন্ন স্বাদের লেখা রাসেল ভাই
বড় বিচিত্র আমাদের মনটি।
ভালো লাগলো।