ভালোবাসার ভাঙতি পঙক্তি (সাত)
১৯
কোনো এক দুপুরে ভিজলে তুমি বৃষ্টিতে,
তোমার ভেজা শরীরখানি আটকে গেলো দৃষ্টিতে।
আমি কবি কাগজে-কলমে মাতলাম কিছু সৃষ্টিতে।
সৃষ্টি আর দৃষ্টি যুগল ভিজল শেষে বৃষ্টিতে।
২০
তোমার প্রিয় বাঁশি
আমি শুনে হাসি,
ওবাঁশি বড়ই সর্বনাশী।
২১
তোমার সুরে সুর মেলাতে
হলেম সংসার ছাড়া,
কেউ বোঝেনা তোমায় নিয়েই
আমার সংসার গড়া।
কোনো এক দুপুরে ভিজলে তুমি বৃষ্টিতে,
তোমার ভেজা শরীরখানি আটকে গেলো দৃষ্টিতে।
আমি কবি কাগজে-কলমে মাতলাম কিছু সৃষ্টিতে।
সৃষ্টি আর দৃষ্টি যুগল ভিজল শেষে বৃষ্টিতে।
২০
তোমার প্রিয় বাঁশি
আমি শুনে হাসি,
ওবাঁশি বড়ই সর্বনাশী।
২১
তোমার সুরে সুর মেলাতে
হলেম সংসার ছাড়া,
কেউ বোঝেনা তোমায় নিয়েই
আমার সংসার গড়া।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডাঃ প্রবীর আচার্য নয়ন ০২/১০/২০১৩কেমন করে এতো ভালো লেখেন আমার খুব জানতে ইচ্ছে করে। আমি যেন মুগ্ধ হয়েই রই আপনার এই লেখাগুলো পড়ে। খুব ভালো
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ০২/১০/২০১৩চমৎকার ছন্দের চমৎকার সৃষ্টি।
-
দাদা মুহাইমিন চৌধূরী ০১/১০/২০১৩অসাধারন কবিতা তবে ২ নাম্বারটা বেশি পছন্দ হয়েছে হয়ত বাঁশি আমার প্রিয় বলে
-
Înšigniã Āvî ০১/১০/২০১৩এটা দুর্দান্ত