ভালোবাসার ভাঙতি পঙক্তি (ছয়)
১৬
দীঘির জল টলোমল, সখির চোখ ছলোছল
কী চাস তুই আমায় বল, অন্তরেতে বানের ঢল।
সখি বড়ই চুপচাপ, ভেতর বাড়ি অগ্নুৎপাত
কঠিন সে উনুন তাপ, পুড়ছি দুজন দিনেরাত।
১৭
ভালোবাসা উড়াল দিলো অচিন কোনো গাঁয়
একবার হয়তো গিয়েছিলাম আমিও সেথায়,
বারে বারে মনটা কেনো সেদিক পানে চায়?
কিছু কী হারিয়েছি সেই সে অজানায়?
১৮
তোমার সাথে খাওয়া আমার তোমার সাথেই নাওয়া
তোমার সাথেই রাত-বিরাতে ভালোবাসার হাওয়া,
তোমার সাথে যত চাওয়া তোমাতেই সব পাওয়া
তোমার সাথেই শেষে এসে স্বস্তির গান গাওয়া।
দীঘির জল টলোমল, সখির চোখ ছলোছল
কী চাস তুই আমায় বল, অন্তরেতে বানের ঢল।
সখি বড়ই চুপচাপ, ভেতর বাড়ি অগ্নুৎপাত
কঠিন সে উনুন তাপ, পুড়ছি দুজন দিনেরাত।
১৭
ভালোবাসা উড়াল দিলো অচিন কোনো গাঁয়
একবার হয়তো গিয়েছিলাম আমিও সেথায়,
বারে বারে মনটা কেনো সেদিক পানে চায়?
কিছু কী হারিয়েছি সেই সে অজানায়?
১৮
তোমার সাথে খাওয়া আমার তোমার সাথেই নাওয়া
তোমার সাথেই রাত-বিরাতে ভালোবাসার হাওয়া,
তোমার সাথে যত চাওয়া তোমাতেই সব পাওয়া
তোমার সাথেই শেষে এসে স্বস্তির গান গাওয়া।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বিশ্বজিৎ বণিক ০১/১০/২০১৩
-
আর. এইচ. মামুন ০১/১০/২০১৩তিন তিনটি লেখা একসাথে
দারুন কবি দারুন -
নির্ঝর রাজু ০১/১০/২০১৩অন্তমিলটা দারুন হয়েছে যার ফলে কবিতায় একধরনে ছান্দিক গতিশীলতার তৈরি হয়েছে, ভালো লাগলো******************* ******* তা নির্ঝরের ব্লগবাড়িতে ঘুরে আসবেন কি !
-
রোদের ছায়া ০১/১০/২০১৩খুব ভালো, ছন্দের মিলগুলো বেশ সাবলীল ।
-
Înšigniã Āvî ০১/১০/২০১৩দারুন ছন্দময় গান
ভালবাসা ভালবাসা আর ভালবাসা ।
ভীষণ সুন্দর ।