ভালোবাসার ভাঙতি পঙক্তি (পাঁচ)
১৩
সাঝের বেলা ছোটাছুটি
রাতের বেলা অন্য কিছু,
আদম কেবল বেড়ায় ছুটে
হাওয়া-র পিছু পিছু।
১৪
আমার বাড়ির শেষ সীমানায় তোমার বাড়ি শুরু
আমার বাড়ি আসতে তবু তোমার পথটি সরু।
আমার বাড়ির গভীর নলকূপ ছিলো তোমার ছুতো
মায়ের চোখে পড়লে ভুলেও কথা শুনতে তেতো।
১৫
রোজ সকালেই তোমায় খুঁজতো আমার দুটো চোখ
তোমার বাড়ির পুকুর ঘাটেই আমার যত ঝোঁক।
এই পুকুরেই তোমার সাথে কত লেনা-দেনা
পুকুর আছে আগের মতোই তুমি অচেনা।
সাঝের বেলা ছোটাছুটি
রাতের বেলা অন্য কিছু,
আদম কেবল বেড়ায় ছুটে
হাওয়া-র পিছু পিছু।
১৪
আমার বাড়ির শেষ সীমানায় তোমার বাড়ি শুরু
আমার বাড়ি আসতে তবু তোমার পথটি সরু।
আমার বাড়ির গভীর নলকূপ ছিলো তোমার ছুতো
মায়ের চোখে পড়লে ভুলেও কথা শুনতে তেতো।
১৫
রোজ সকালেই তোমায় খুঁজতো আমার দুটো চোখ
তোমার বাড়ির পুকুর ঘাটেই আমার যত ঝোঁক।
এই পুকুরেই তোমার সাথে কত লেনা-দেনা
পুকুর আছে আগের মতোই তুমি অচেনা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বিশ্বজিৎ বণিক ৩০/০৯/২০১৩লেখা গুলো একেবারে শিশুতোষ । সামনে অনেক ভালো লিখা আশা করছি ।
-
Înšigniã Āvî ৩০/০৯/২০১৩খুব ভাল ছন্দ....
সহজের পর্দায় অনেক গভীর কথা বলেছেন ।