www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভালোবাসার ভাঙতি পঙক্তি (চার)

১০

পাখির ঠোঁটে-ঠোঁটে কতো ভালোবাসা দেখি
তোমার ঠোঁটে ঠোঁট রাখতেই হলো আমার একী!
দুষ্টু পাখি মিষ্টি পাখি করে ডাকাডাকি
তোমার আমার কী যে হলো, বলবো তাকে কী!

১১

একটি পাখি উড়ে গেলো অন্য পাখির ডালে
পাখির সখি বসেছিল নিচে ঘরের চালে।
পাখির সময় কাটছে ভালো আছে দারুণ হালে
ভাবুক সখি ভাবছে বসে, কী আছে কপালে?

১২

এইখানে এই স্টেশনে তোমার সাথে দেখা
তুমি তখন ছিলে একা আমিও ছিলেম একা।
এরপরেই পথগুলো সব হলো বক্ররেখা
ভালোবেসেই তোমায় আমার এত কিছু শেখা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৩৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/০৯/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • প্রত্যেকটাই ভাল লেগেছে তবে প্রথম দু'টো অসাধারন
  • বার বার বলি আপনার লেখা অসাধারণ
  • সহিদুল হক ৩০/০৯/২০১৩
    বেশ ছন্দময় সুখপাঠ্য কবিতা।
    • ইব্রাহীম রাসেল ৩০/০৯/২০১৩
      --ধন্যবাদ সহিদুল ভাই--
      • সহিদুল হক ৩০/০৯/২০১৩
        স্বাগতম।
  • Înšigniã Āvî ২৯/০৯/২০১৩
    খুব ভাল লাগা জানাই
  • আহমেদ রব্বানী ২৯/০৯/২০১৩
    ভাল লাগল প্রিয়।শুভম।।
  • খুব ভালো লাগছে এমন সুন্দর কবিতা পড়ে
 
Quantcast