ভালোবাসার ভাঙতি পঙক্তি (চার)
১০
পাখির ঠোঁটে-ঠোঁটে কতো ভালোবাসা দেখি
তোমার ঠোঁটে ঠোঁট রাখতেই হলো আমার একী!
দুষ্টু পাখি মিষ্টি পাখি করে ডাকাডাকি
তোমার আমার কী যে হলো, বলবো তাকে কী!
১১
একটি পাখি উড়ে গেলো অন্য পাখির ডালে
পাখির সখি বসেছিল নিচে ঘরের চালে।
পাখির সময় কাটছে ভালো আছে দারুণ হালে
ভাবুক সখি ভাবছে বসে, কী আছে কপালে?
১২
এইখানে এই স্টেশনে তোমার সাথে দেখা
তুমি তখন ছিলে একা আমিও ছিলেম একা।
এরপরেই পথগুলো সব হলো বক্ররেখা
ভালোবেসেই তোমায় আমার এত কিছু শেখা।
পাখির ঠোঁটে-ঠোঁটে কতো ভালোবাসা দেখি
তোমার ঠোঁটে ঠোঁট রাখতেই হলো আমার একী!
দুষ্টু পাখি মিষ্টি পাখি করে ডাকাডাকি
তোমার আমার কী যে হলো, বলবো তাকে কী!
১১
একটি পাখি উড়ে গেলো অন্য পাখির ডালে
পাখির সখি বসেছিল নিচে ঘরের চালে।
পাখির সময় কাটছে ভালো আছে দারুণ হালে
ভাবুক সখি ভাবছে বসে, কী আছে কপালে?
১২
এইখানে এই স্টেশনে তোমার সাথে দেখা
তুমি তখন ছিলে একা আমিও ছিলেম একা।
এরপরেই পথগুলো সব হলো বক্ররেখা
ভালোবেসেই তোমায় আমার এত কিছু শেখা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
দাদা মুহাইমিন চৌধূরী ৩০/০৯/২০১৩প্রত্যেকটাই ভাল লেগেছে তবে প্রথম দু'টো অসাধারন
-
সুবীর কাস্মীর পেরেরা ৩০/০৯/২০১৩বার বার বলি আপনার লেখা অসাধারণ
-
সহিদুল হক ৩০/০৯/২০১৩বেশ ছন্দময় সুখপাঠ্য কবিতা।
-
Înšigniã Āvî ২৯/০৯/২০১৩খুব ভাল লাগা জানাই
-
আহমেদ রব্বানী ২৯/০৯/২০১৩ভাল লাগল প্রিয়।শুভম।।
-
ডাঃ প্রবীর আচার্য নয়ন ২৯/০৯/২০১৩খুব ভালো লাগছে এমন সুন্দর কবিতা পড়ে