ভালোবাসার ভাঙতি পঙক্তি (দুই)
০৪
তুমি আমি নদীর জলের ভাসা কচুরিপানা
তুমি দুললে আমিও দুলি হই আনমনা।
জলের মাঝে জলজ খেলায় মাতি দুজনা
বানের স্রোতে ভুলেও কভু আমায় ছেড়োনা।
০৫
সকাল বেলার পাখির কণ্ঠে তোমায় শুনতে পাই
এতো কাছে তবুও তোমায় আরো কাছে চাই।
দীপ জ্বালালে ঘরে আমার প্রাণে আলো নাই
আঁধার এই প্রাণে সখি তোমার ছোঁয়া চাই।
০৬
যেখানটাতে শুরু আবার সেখানটাতে শেষ
এমন ভালোবাসার কী প্রয়োজন বিশেষ?
শুরুটা যেমন-তেমন শেষটা অশেষ
ভালোবাসায় হোকনা মরণ এইতো বেশ।
তুমি আমি নদীর জলের ভাসা কচুরিপানা
তুমি দুললে আমিও দুলি হই আনমনা।
জলের মাঝে জলজ খেলায় মাতি দুজনা
বানের স্রোতে ভুলেও কভু আমায় ছেড়োনা।
০৫
সকাল বেলার পাখির কণ্ঠে তোমায় শুনতে পাই
এতো কাছে তবুও তোমায় আরো কাছে চাই।
দীপ জ্বালালে ঘরে আমার প্রাণে আলো নাই
আঁধার এই প্রাণে সখি তোমার ছোঁয়া চাই।
০৬
যেখানটাতে শুরু আবার সেখানটাতে শেষ
এমন ভালোবাসার কী প্রয়োজন বিশেষ?
শুরুটা যেমন-তেমন শেষটা অশেষ
ভালোবাসায় হোকনা মরণ এইতো বেশ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
দাদা মুহাইমিন চৌধূরী ৩০/০৯/২০১৩অসাধারণ কি আর বলা লাগে । লাইক্ দিলাম বস্
-
ডাঃ প্রবীর আচার্য নয়ন ২৮/০৯/২০১৩এমন ভালোবাসা ক'জন পায় এক জীবনে
ভালোবেসে হেসে হেসে মরবে এক মরণে
কবিতা অসাধারণ হয়েছে, খুব ভালো লেগেছে -
সুবীর কাস্মীর পেরেরা ২৭/০৯/২০১৩গুরু চালিয়ে যাও
-
সালমান মাহফুজ ২৬/০৯/২০১৩শব্দের মাধুর্যপূর্ণ স্পন্দন ।
-
ভূপতি চক্রবর্তী জনি ২৬/০৯/২০১৩ভালোই লেগেছে
-
Înšigniã Āvî ২৬/০৯/২০১৩ব্যাপক...
-
বিশ্বজিৎ বণিক ২৬/০৯/২০১৩গভীরে যাও ,আরও গভীরে যাও .........