ভালোবাসার ভাঙতি পঙক্তি (এক)
০১
যেটা তুমি চাচ্ছ ছুঁতে সেটা আমার হাত
হাতটা ছুঁতে যা ছুঁলে আমি কুপোকাত।
বুকের ভেতর ঘটল যেনো হঠাৎ অগ্ন্যুৎপাত
আমার তবু লাগলো ভালো আহা চমৎকার!
০২
চিমটি কেটে ঘুম ভাঙালে দিলে উষ্ণ ছোঁয়া
বাইরে তখন ছড়িয়ে গেলো অগ্নিপ্রেমের ধোয়া।
আচমকা এক বৃষ্টি বানে ভিজল মোদের কায়া
আমি তোমরা পতি ওগো তুমি আমার জায়া।
০৩
তোমার আমার ভালোবাসা ট্রাফিক জ্যামে বন্দী
লোডশেডিং এর ফাঁদে আঁটছি নানা রকম ফন্দি।
কাগজ কলম নিয়ে লিখছি প্রেমের জবানবন্দী
মুঠোফোনে তোমার চিত্রে আমার নজরবন্দী।
যেটা তুমি চাচ্ছ ছুঁতে সেটা আমার হাত
হাতটা ছুঁতে যা ছুঁলে আমি কুপোকাত।
বুকের ভেতর ঘটল যেনো হঠাৎ অগ্ন্যুৎপাত
আমার তবু লাগলো ভালো আহা চমৎকার!
০২
চিমটি কেটে ঘুম ভাঙালে দিলে উষ্ণ ছোঁয়া
বাইরে তখন ছড়িয়ে গেলো অগ্নিপ্রেমের ধোয়া।
আচমকা এক বৃষ্টি বানে ভিজল মোদের কায়া
আমি তোমরা পতি ওগো তুমি আমার জায়া।
০৩
তোমার আমার ভালোবাসা ট্রাফিক জ্যামে বন্দী
লোডশেডিং এর ফাঁদে আঁটছি নানা রকম ফন্দি।
কাগজ কলম নিয়ে লিখছি প্রেমের জবানবন্দী
মুঠোফোনে তোমার চিত্রে আমার নজরবন্দী।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
দাদা মুহাইমিন চৌধূরী ৩০/০৯/২০১৩প্রথমটা সবচাইতে বেশি ভাল লাগছে আমি যে তোমার পাঙ্খা হয়ে গেলাম গো!! প্রিয়তে রাখলাম
-
Înšigniã Āvî ২৬/০৯/২০১৩ব্যাপক.....
-
মোকসেদুল ইসলাম ২৬/০৯/২০১৩ছড়ায়-ছন্দে বেশ সুন্দর একটি কবিতা।