তিড়িং বিড়িং
তিড়িং বিড়িং ঘাসফড়িং
ঘাসের ডগায় কলিং,
হরিণ এক আসলো ছুটে
দুলিয়ে মাথার শিং।
হালুম হালুম বাঘ মামা
মোচে মাখে তেল,
লম্ফ জম্ফ ঠাণ্ডা হলো
পড়ে মাথায় বেল।
ফিক ফিক দাঁত কেলিয়ে
বানর হাসে গাছে,
হনুমান এক ভেংচি কাটে
বসে তার পাছে।
২৪.০৯.২০১৩
ঘাসের ডগায় কলিং,
হরিণ এক আসলো ছুটে
দুলিয়ে মাথার শিং।
হালুম হালুম বাঘ মামা
মোচে মাখে তেল,
লম্ফ জম্ফ ঠাণ্ডা হলো
পড়ে মাথায় বেল।
ফিক ফিক দাঁত কেলিয়ে
বানর হাসে গাছে,
হনুমান এক ভেংচি কাটে
বসে তার পাছে।
২৪.০৯.২০১৩
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডাঃ প্রবীর আচার্য নয়ন ২৯/০৯/২০১৩
-
স্বাতী বিশ্বাস ২৫/০৯/২০১৩বাহ! খুব ভাল আর মজাদার! ছোটরা পড়ে খুব আনন্দ পাবে। সাথে আমরা - বুড়োরাও!
-
Înšigniã Āvî ২৫/০৯/২০১৩ব্যাপক ....:)
-
দাদা মুহাইমিন চৌধূরী ২৪/০৯/২০১৩অসাধারন মজার কবিতা । আশা করি আর পাবো। যাই হোক মাঘ মামা নামটায় আরো মজা পেলাম, বদলে ফেলবেন নাকি ?
লম্বা সাদা গলা
বিষধর অজগর
হেলে দুলে চলা।
খুব সুন্দর কবিতা