জামরুল
ছোট্ট একটা বাড়ি
বাড়ির পাশে পুকুর,
জামরুল গাছটি দাঁড়িয়ে আছে
তপ্ত রোদের দুপুর।
জামরুল গাছের ডালে ডালে
ছোট-বড়ো জামরুল দোলে,
টুনটুনি আর টিয়া পাখি
ঠোঁট চালালো জামরুল ফলে।
একটি-দুটি পড়লো তলে
ছুটে আসলো পাড়ার ছেলে,
তিন-চারটে পুকুর জলে
ঝাঁপটি দিলো সবাই জলে।
জামরুল নিয়ে কাড়াকাড়ি
চলছে বেজায় বাড়াবাড়ি,
ছুটে আসলো বাড়িওয়ালি
জামরুল ফেলে দৌড়াদৌড়ি।
(ছড়াটি ১৩.০৯.২০১৩ তারিখের বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশিত।)
বাড়ির পাশে পুকুর,
জামরুল গাছটি দাঁড়িয়ে আছে
তপ্ত রোদের দুপুর।
জামরুল গাছের ডালে ডালে
ছোট-বড়ো জামরুল দোলে,
টুনটুনি আর টিয়া পাখি
ঠোঁট চালালো জামরুল ফলে।
একটি-দুটি পড়লো তলে
ছুটে আসলো পাড়ার ছেলে,
তিন-চারটে পুকুর জলে
ঝাঁপটি দিলো সবাই জলে।
জামরুল নিয়ে কাড়াকাড়ি
চলছে বেজায় বাড়াবাড়ি,
ছুটে আসলো বাড়িওয়ালি
জামরুল ফেলে দৌড়াদৌড়ি।
(ছড়াটি ১৩.০৯.২০১৩ তারিখের বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশিত।)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ভানম আলয় ২৩/০৯/২০১৩সুন্দর ছড়া.........
-
রাসেল আল মাসুদ ২৩/০৯/২০১৩সরল মুগ্ধতা রইল ছড়াটার প্রতি
-
বিশ্বজিৎ বণিক ২৩/০৯/২০১৩ভালো লাগলো ।
-
আহমেদ রব্বানী ২৩/০৯/২০১৩সুন্দর লিখেছেন প্রিয়।
-
Înšigniã Āvî ২৩/০৯/২০১৩বাহ খুব মিষ্টি...
খুব ভাল লাগল -
সাখাওয়াতুল আলম চৌধুরী. ২৩/০৯/২০১৩খুবই সুন্দর।
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ২৩/০৯/২০১৩খুবই সুন্দর।
-
রোদের ছায়া ২৩/০৯/২০১৩শিশুতোষ লেখা আমার খুব ভালো লাগে । এটাও ভালো লাগলো।