জীবনের উল্টোপিঠ
হরহামেশা ইচ্ছে-অনিচ্ছায় প্রচুর খাবার নষ্ট করছি আমরা। কখনও আফসোস, কখনও বা বিলাসীতার আবরণে ঢেকে ফেলছি তাকে। যারা উপরতলার মানুষ তাদের দৈনন্দিন উচ্ছৃষ্ট দিয়ে অনায়াসে দরিদ্র শ্রেণির দু-চারটা পরিবার চলে যেতে পারে। কিন্তু সত্যি কথা বলতে সেইসব মানুষদের নীচুতলার মানুষের কথা ভাববার সময় কই! আমরা আমাদের উচ্ছৃষ্টগুলো যেখানে ফেলছি সেখান থেকে কুড়িয়ে, সেগুলো আহার করে জীবন ধারণ করছে কতিপয় প্রাণি। তারা কিন্তু আমাদের জাতীর কেউ। তারাও মানুষ। যখন চলার পথে এই দৃশ্যগুলো দেখি, লজ্জায় মাথা অবনত হয়। মানুষ হয়ে মানুষের জন্য আমরা কি করতে পারছি। অথচ একটু সদ ইচ্ছে থাকলেই আমরা এইসব মানুষগুলোর জন্য ভালো কিছু করতে পারি। আমার অতিরিক্ত খাবার গুলো যদি একটু ভালো পাত্রে রেখে এইসব মানুষের হাতে তুলে দিতে পারতাম, তবে এমন দৃশ্য আজ দেখতে হতো না।
আমার বিলাসবহুল গাড়ি, আমার গলায় টাই,
আমার জাতীর অন্য কারো, গায়ে মাখা ছাই।
এমন ধন্য হওয়ার মাঝে কোনো সার্থকতা নাই।
১৮.০৯.২০১৩
আমার বিলাসবহুল গাড়ি, আমার গলায় টাই,
আমার জাতীর অন্য কারো, গায়ে মাখা ছাই।
এমন ধন্য হওয়ার মাঝে কোনো সার্থকতা নাই।
১৮.০৯.২০১৩
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডাঃ প্রবীর আচার্য নয়ন ২২/০৯/২০১৩খুব গভীরে আঘাত করেছেন, অনেক ধন্যবাদ। ফটোটা দেখার জন্য অন্য কোন লিঙ্ক দিলে ভালো হয়
-
সুবীর কাস্মীর পেরেরা ২১/০৯/২০১৩সব জায়গায় তোমার দক্ষতা আছে রাসেল
-
রোদের ছায়া ১৯/০৯/২০১৩সুন্দর আহ্বান। অনেক কিছুই আমরা দেখেও দেখিনা সেই না দেখা জিনিসগুল দেখিয়ে দিলেন ।
-
দাদা মুহাইমিন চৌধূরী ১৮/০৯/২০১৩আসলেই। আমাদের মনুষত্য ঠিক নাই তাই এই অবস্থা
-
Înšigniã Āvî ১৮/০৯/২০১৩দামী রেষ্টুরেন্টে এসিতে ক্ষত খাবার নষ্ট করি কিন্তু ওদের কথা মনে হয় না , সেটা মনে করানোর জন্য অনেক ধন্যবাদ লিখতে চেয়েছিলাম, sorry for the typing mistake
-
Înšigniã Āvî ১৮/০৯/২০১৩মনে হয় না লিখতে চেয়েছিলাম
-
Înšigniã Āvî ১৮/০৯/২০১৩চলমান জীবনের প্রতিছব্বি,
দামী রেস্টুরেন্টে কত দামী অর্ডার দিচ্ছি তারপর আরও নস্ট করছি... কিন্তু মনে হয় অন্য কারো কথা যারা এ সমাজেরই অংশ, হয়ত এসির ঠান্ডায়, ভালো খাবারের স্বাদে বাকি সব অনুভুতি বোধহয় অসাড় হয়ে যায়,
মনে করানোর জন্য অনেক ধন্যবাদ । -
মৌসুমি ১৮/০৯/২০১৩কঠিন বাস্তবতা!!!