হাসলেও হাসতে পারেন
সোহাগ একটু ফটকা টাইপের। আর জিয়াউল সাদাসিদে। জিয়াউল একদিন নতুন একটা ক্রিকেট বল কিনে মাঠে এলো। সোহাগ দেখে বললো বাহ! তোর বলটা তো দারুণ। দেখি দেখি বলে বলটি নিতে চাইলো। কিন্তু জিয়াউল দিতে রাজি হল না। সোহাগ চট করে একটা বাণী ছেড়ে দিল। আরে জিয়াউল কেন বুঝতে পারছোনা যে নতুন বল কেনে সে খেলেনা। তার একটা ভাব আছে না। সে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখে।
জিয়াউল এবার বলটা দিয়ে দিলো।
নতুন বল পেয়ে সোহাগ জোরে ছয় হাঁকালো। অমনি বলটা গিয়ে নারকেল গাছের মাথায় পড়ল।
এবার জিয়াউলের কাঁদো কাঁদো ভাব।
এই দেখে সোহাগ আবার একটা নতুন বাণী ছাড়লো-দ্যাখো যার বল তাকেই গাছে উঠে নামাতে হয়। তোমার বল তুমি নিচে থাকবে আর অন্য জন উপরে উঠবে তাই কী হয়!
জিয়াউল এবার বলটা দিয়ে দিলো।
নতুন বল পেয়ে সোহাগ জোরে ছয় হাঁকালো। অমনি বলটা গিয়ে নারকেল গাছের মাথায় পড়ল।
এবার জিয়াউলের কাঁদো কাঁদো ভাব।
এই দেখে সোহাগ আবার একটা নতুন বাণী ছাড়লো-দ্যাখো যার বল তাকেই গাছে উঠে নামাতে হয়। তোমার বল তুমি নিচে থাকবে আর অন্য জন উপরে উঠবে তাই কী হয়!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৬/০৯/২০১৯ভালো লাগলো
-
তরুণ কান্তি ০৬/০৭/২০১৮বেশ ভাল।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১৩/০৬/২০১৮বেশ সুন্দর
-
সহিদুল হক ২২/০৯/২০১৩হাসি অল্প এলেও শিয়ালের কাক-বন্দনার কথা মনে পড়ে গেল।
-
সালমান মাহফুজ ১৫/০৯/২০১৩আমি হেসেছি । তবে নিঃশব্দে । রাত অনেক-- জোরে হাসলে হয়ত বাসার সবাই জেগে যাবে ।
দারুণ লিখেছেন রাসেল ভাই । সামনে আরো আরো কৌতুক চাই । -
Înšigniã Āvî ১৫/০৯/২০১৩বাহ....