অপেক্ষায়
শহিদুল ইসলাম লিটন
চাঁদের সাথে প্রকাশ্যে ঘটে সঙ্গম,
জোসনায় গা ভাসিয়ে হারিয়ে যাই
তেপান্তরে জনপদ থেকে নির্জনে।
কেঁদে কেঁদে হই খুন, চাঁদ হারিয়ে যাবে বলে
তবু প্রতিমূর্হত কাটে অপেক্ষায়...
চাঁদের সাথে প্রকাশ্যে ঘটে সঙ্গম,
জোসনায় গা ভাসিয়ে হারিয়ে যাই
তেপান্তরে জনপদ থেকে নির্জনে।
কেঁদে কেঁদে হই খুন, চাঁদ হারিয়ে যাবে বলে
তবু প্রতিমূর্হত কাটে অপেক্ষায়...
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সবুজ আহমেদ কক্স ২৬/০৩/২০১৫ফাইন
-
দ্বীপ সরকার ২৬/০৩/২০১৫অসাধারন।
-
স্বাধীন আমিনুল ইসলাম ২৬/০৩/২০১৫অল্প কথায় অনেক সুন্দর কবিতা আয়োজন,ভাল লেগেছে।
-
আবিদ আল আহসান ২৫/০৩/২০১৫খুব সুন্দর
-
মঞ্জুর হোসেন মৃদুল ২৫/০৩/২০১৫সুন্দর লিখেছেন।