ভাঙগনে পরা জলে
--শহিদুল ইসলাম লিটন
একটি প্রেম হারিয়ে গেল রাতের আলোতে
তুমি দাড়িয়ে বারান্দায় উদাসী আকাশ দেখ।
ভাবছ,শুধু ভাবছ কিছু কী পাওয়া গেল?
নাকি বৃথা ছুটে চলে জোনাকী পােকার দল
হাতে নিয়ে আলো
ভালবাসা হারিয়ে যায় বৃষ্টিমুখর সন্ধ্যায়
নক্ষএ প্রদ্বীপ হাতে আলো-আধাঁরের খেলায় মেতে উঠে
প্রেম তবু ফিরে আসে বারেবার
ভাঙগনে পরা জলে।
বনানী
১৭/০৩/১৫
একটি প্রেম হারিয়ে গেল রাতের আলোতে
তুমি দাড়িয়ে বারান্দায় উদাসী আকাশ দেখ।
ভাবছ,শুধু ভাবছ কিছু কী পাওয়া গেল?
নাকি বৃথা ছুটে চলে জোনাকী পােকার দল
হাতে নিয়ে আলো
ভালবাসা হারিয়ে যায় বৃষ্টিমুখর সন্ধ্যায়
নক্ষএ প্রদ্বীপ হাতে আলো-আধাঁরের খেলায় মেতে উঠে
প্রেম তবু ফিরে আসে বারেবার
ভাঙগনে পরা জলে।
বনানী
১৭/০৩/১৫
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অ ২৮/০৩/২০১৫ভালো হয়েছে লিটনদা ।
-
সবুজ আহমেদ কক্স ১৯/০৩/২০১৫ভেরা ফাইন লিখা