শ্রমিক মৌমাছির গল্প
শ্রমিক মৌমাছির দুঃখ
গভীর এক বনভূমির মাঝখানে ছিল এক বিশাল মৌচাক। সেই মৌচাকের প্রতিটি মৌমাছি ব্যস্ত থাকত রানীর জন্য মধু সংগ্রহ করতে। তাদের মধ্যে একজন ছিল ছোট্ট শ্রমিক মৌমাছি—রনু।
রনু ছিল খুবই পরিশ্রমী। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফুলে ফুলে উড়ে মধু সংগ্রহ করত সে। কিন্তু দুর্ভাগ্যের কথা, তার সংগৃহীত মধুর প্রশংসা কেউ করত না। রানী মৌমাছি শুধু রাজকীয় মৌমাছিদের যত্ন নিতেন, আর শ্রমিক মৌমাছিদের কষ্টের কথা শুনতে চাইতেন না।
একদিন ঝড় আসার পূর্বাভাস পেল রনু। সে দৌড়ে গিয়ে রানীকে জানাল, "মহামান্যা রানী, ভয়ানক ঝড় আসছে! আমাদের মৌচাক সুরক্ষিত করতে হবে!"
কিন্তু রানী হেসে বললেন, "শ্রমিকদের কাজ শুধু মধু আনা, চিন্তা করা নয়!"
রনুর মন ভেঙে গেল। ঝড়ের দিন সে প্রাণপণে চেষ্টা করেছিল মৌচাক রক্ষা করতে, কিন্তু ঝড় এতটাই ভয়ানক ছিল যে পুরো মৌচাক ভেঙে পড়ল। রানী ও রাজকীয় মৌমাছিরা উড়ে গিয়ে নতুন আশ্রয় নিল, কিন্তু রনুর মতো শ্রমিক মৌমাছিদের কেউ খোঁজও নিল না।
বৃষ্টির পর রনু ধ্বংসস্তূপের মাঝে বসে ভাবল, "আমরা সারাজীবন অন্যের জন্য পরিশ্রম করি, কিন্তু আমাদের কষ্টের মূল্য কেউ দেয় না!"
তারপর থেকে রনু সিদ্ধান্ত নিল, সে শুধু নিজের জন্যই পরিশ্রম করবে, শুধু নিজের জন্যই বাঁচবে। সেদিন থেকেই সে বন্য ফুলের উপর উড়ে বেড়ায়, আর কোনো রাজ্যের জন্য নয়, শুধু নিজের জন্য মধু সংগ্রহ করে।
গভীর এক বনভূমির মাঝখানে ছিল এক বিশাল মৌচাক। সেই মৌচাকের প্রতিটি মৌমাছি ব্যস্ত থাকত রানীর জন্য মধু সংগ্রহ করতে। তাদের মধ্যে একজন ছিল ছোট্ট শ্রমিক মৌমাছি—রনু।
রনু ছিল খুবই পরিশ্রমী। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফুলে ফুলে উড়ে মধু সংগ্রহ করত সে। কিন্তু দুর্ভাগ্যের কথা, তার সংগৃহীত মধুর প্রশংসা কেউ করত না। রানী মৌমাছি শুধু রাজকীয় মৌমাছিদের যত্ন নিতেন, আর শ্রমিক মৌমাছিদের কষ্টের কথা শুনতে চাইতেন না।
একদিন ঝড় আসার পূর্বাভাস পেল রনু। সে দৌড়ে গিয়ে রানীকে জানাল, "মহামান্যা রানী, ভয়ানক ঝড় আসছে! আমাদের মৌচাক সুরক্ষিত করতে হবে!"
কিন্তু রানী হেসে বললেন, "শ্রমিকদের কাজ শুধু মধু আনা, চিন্তা করা নয়!"
রনুর মন ভেঙে গেল। ঝড়ের দিন সে প্রাণপণে চেষ্টা করেছিল মৌচাক রক্ষা করতে, কিন্তু ঝড় এতটাই ভয়ানক ছিল যে পুরো মৌচাক ভেঙে পড়ল। রানী ও রাজকীয় মৌমাছিরা উড়ে গিয়ে নতুন আশ্রয় নিল, কিন্তু রনুর মতো শ্রমিক মৌমাছিদের কেউ খোঁজও নিল না।
বৃষ্টির পর রনু ধ্বংসস্তূপের মাঝে বসে ভাবল, "আমরা সারাজীবন অন্যের জন্য পরিশ্রম করি, কিন্তু আমাদের কষ্টের মূল্য কেউ দেয় না!"
তারপর থেকে রনু সিদ্ধান্ত নিল, সে শুধু নিজের জন্যই পরিশ্রম করবে, শুধু নিজের জন্যই বাঁচবে। সেদিন থেকেই সে বন্য ফুলের উপর উড়ে বেড়ায়, আর কোনো রাজ্যের জন্য নয়, শুধু নিজের জন্য মধু সংগ্রহ করে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ০৩/০৪/২০২৫অনিন্দ্য সুন্দর উপস্থাপন