ঠাঁই
হৃদয় জুড়ে তুমি আছো
দু’চোখ জুড়ে নাই
রোদের তাপে
চায়ের কাপে
তবু তোমায় চাই!
সকাল বিকাল সন্ধ্যা রাতে
জড়িয়ে রও আমার সাথে-
অনুভবের
অনুতেও-
দিলাম অবাধ ঠাঁই।।
দু’চোখ জুড়ে নাই
রোদের তাপে
চায়ের কাপে
তবু তোমায় চাই!
সকাল বিকাল সন্ধ্যা রাতে
জড়িয়ে রও আমার সাথে-
অনুভবের
অনুতেও-
দিলাম অবাধ ঠাঁই।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৭/১২/২০২৪চমৎকার লিখেছেন প্রিয় কবি
-
ফয়জুল মহী ২৬/১২/২০২৪ভীষণ চমৎকার প্রকাশ, পাঠে মুগ্ধতা একরাশ!