কথার কথা
পাল্টে গেছে চেয়ারখানা
উল্টে গেছে রূপ
কথা ছিলো- কথার কথা
চেঁচাস নারে, চুপ!
নইলে কিন্তু ঠেঁসে দেবো
গুড়িয়ে দেবো হাড়
পেটের কথা পেটে রবে
বের হবে না আর!
উল্টে গেছে রূপ
কথা ছিলো- কথার কথা
চেঁচাস নারে, চুপ!
নইলে কিন্তু ঠেঁসে দেবো
গুড়িয়ে দেবো হাড়
পেটের কথা পেটে রবে
বের হবে না আর!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ সোহেল মাহমুদ ২২/১২/২০২৪খুব ভালো।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২০/১২/২০২৪দারুণ
-
suman ২০/১২/২০২৪অসাধারণ
-
ফয়জুল মহী ১৯/১২/২০২৪অতুলনীয় একটি কবিতা। পাঠে মুগ্ধতা।