না হই পথভ্রষ্টা
যিনি থাকেন সবার মাঝে
তিনি সকল দ্রষ্টা
নিঃসঙ্গের সঙ্গও দেন
আমার প্রিয় স্রষ্টা।
তিনি মহান ও দয়াবান
মহাজগৎ তারই তো দান
থাকতে জীবন আমি যেন
না হই পথভ্রষ্টা!
তিনি সকল দ্রষ্টা
নিঃসঙ্গের সঙ্গও দেন
আমার প্রিয় স্রষ্টা।
তিনি মহান ও দয়াবান
মহাজগৎ তারই তো দান
থাকতে জীবন আমি যেন
না হই পথভ্রষ্টা!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৯/১২/২০২৪বেশ ভাল
-
অর্ঘ্যদীপ চক্রবর্তী ১৯/১২/২০২৪দারুণ
-
ফয়জুল মহী ১৮/১২/২০২৪সুললিত সুলিখনী ।
পড়ে ভিষণ মুগ্ধ হলাম প্রিয় । -
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৮/১২/২০২৪বেশ