ভুল ভুল ভুল
ভুল! ভুল! ভুল!
______ভুলে মশগুল
তবুও তো হয় নারে বোধ;
ভুল করে
ফুল ঝরে
রোজ বাড়ে হিংসা ও ক্রোধ;
কেউ কেউ ওৎ পাতে
নিতে প্রতিশোধ।
তাই করো সবার আগে-
_____ভুলটাকে রোধ।
______ভুলে মশগুল
তবুও তো হয় নারে বোধ;
ভুল করে
ফুল ঝরে
রোজ বাড়ে হিংসা ও ক্রোধ;
কেউ কেউ ওৎ পাতে
নিতে প্রতিশোধ।
তাই করো সবার আগে-
_____ভুলটাকে রোধ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ সোহেল মাহমুদ ১২/১২/২০২৪ভুলেই জীবন।
-
পরিতোষ ভৌমিক ২ ১২/১২/২০২৪সব খানেই জাদুতে মোহিত ।
-
ফয়জুল মহী ১০/১২/২০২৪অপূর্ব সুন্দর লিখেছেন কবি।