তুমি পরে থাকো
অতীত নিয়ে_
তুমি পরে থাকো
নীল বেদনার
কষ্ট বুকে আঁকো।
আমি রবো_
আমার মত সুখে
কি লাভ হবে
অতীতে ফের ঝুঁকে?
পা দেবো না
যতই কাছে ডাকো।
তুমি পরে থাকো
নীল বেদনার
কষ্ট বুকে আঁকো।
আমি রবো_
আমার মত সুখে
কি লাভ হবে
অতীতে ফের ঝুঁকে?
পা দেবো না
যতই কাছে ডাকো।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ সোহেল মাহমুদ ৩০/১২/২০২৪চমৎকার লিখেছেন।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৭/১২/২০২৪দুরন্ত লেখা
-
ফয়জুল মহী ০৫/১২/২০২৪Excellent
-
আমি-তারেক ০৫/১২/২০২৪Bah besh valo