একাকিত্ব
চারপাশে জন বন্ধু স্বজন
থাকছি তবু একা
আয়নাতে মুখ দেখলে দেখি
ভাজের বালিরেখা।
আর কতদিন বাঁচবো এমন
পাইনা ভেবে সেতো
সবার কাছে মিষ্টি জীবন
আমার কাছে তেতো।
দিন বদলে ঋণগুলো যে
অবাধে যায় বেড়ে
ইচ্ছে করে ওপার চলি
সকল কিছু ছেড়ে।
থাকছি তবু একা
আয়নাতে মুখ দেখলে দেখি
ভাজের বালিরেখা।
আর কতদিন বাঁচবো এমন
পাইনা ভেবে সেতো
সবার কাছে মিষ্টি জীবন
আমার কাছে তেতো।
দিন বদলে ঋণগুলো যে
অবাধে যায় বেড়ে
ইচ্ছে করে ওপার চলি
সকল কিছু ছেড়ে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ সোহেল মাহমুদ ০২/১২/২০২৪অসাধারণ।
-
ফয়জুল মহী ০২/১২/২০২৪অপূর্ব সুন্দর কথা মালায়,