রক্তরাঙা জুলাই
রক্তরাঙা জুলাই
স্মৃতির ঘরে
নড়ে-চড়ে
মন কী করে ভুলাই?
অই মাসটা লাল
ক্যালেন্ডারে
রাখবো তারে
আমরা চিরকাল!
স্মৃতির ঘরে
নড়ে-চড়ে
মন কী করে ভুলাই?
অই মাসটা লাল
ক্যালেন্ডারে
রাখবো তারে
আমরা চিরকাল!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০১/১২/২০২৪বেশ
-
ফয়জুল মহী ৩০/১১/২০২৪বাহ্ অসাধারণ লেখনী