ঝাঁজর ও সুঁই
ঝাঁজর বলে_সুঁইরে
বড্ড খারাপ তুই রে
পাছায় ছিদ্র রাখিস!
সুই বলে_ ঝাঁজর
তুই তো সারা পাঁজর
ছিদ্র নিয়েই থাকিস!
ঝাঁজর বলে_জানি
আমার এটা সম্মানী
তুই কেনরে মাখিস?
বড্ড খারাপ তুই রে
পাছায় ছিদ্র রাখিস!
সুই বলে_ ঝাঁজর
তুই তো সারা পাঁজর
ছিদ্র নিয়েই থাকিস!
ঝাঁজর বলে_জানি
আমার এটা সম্মানী
তুই কেনরে মাখিস?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০১/১২/২০২৪সুন্দর
-
ফয়জুল মহী ২৯/১১/২০২৪Excellent writen