তোমার বাঁশি
ইচ্ছে যদি
কিচ্ছে বানায়
দিচ্ছে কেবা ফাঁকি
বর্ষারাতে-
ফর্সা আকাশ
রঙ-তুলিতে আঁকি!
স্বপ্ন হারায়
গ্রহ-তারায়
লক্ষ যোজন দূরে
দিবা নিশি
তোমার বাঁশি
বাজুক সুরে সুরে!
ক্রমশঃ ক্ষয়
আমি না হয়
যায় আসে না তাতে
তুমি থেকো
সারা জীবন
গরম দুধে ভাতে!!
কিচ্ছে বানায়
দিচ্ছে কেবা ফাঁকি
বর্ষারাতে-
ফর্সা আকাশ
রঙ-তুলিতে আঁকি!
স্বপ্ন হারায়
গ্রহ-তারায়
লক্ষ যোজন দূরে
দিবা নিশি
তোমার বাঁশি
বাজুক সুরে সুরে!
ক্রমশঃ ক্ষয়
আমি না হয়
যায় আসে না তাতে
তুমি থেকো
সারা জীবন
গরম দুধে ভাতে!!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ২০/১১/২০২৪চমৎকার প্রকাশ মুগ্ধতা একরাশ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২০/১১/২০২৪দুরন্ত লেখনী