মাতাল
কেউ বল না ছি!
জাপান এসে
চা পান করে
মাতাল হয়েছি?
উদোর ভরে
গিলছি ওরে
লাগছে নাতো ফি!
পাতাল ফুঁড়ে
দেখছি দূরে-
হাসছে কত কী!
পায়ের তলে
মানিক জ্বলে,
হাহা হোহো হি!
জাপান এসে
চা পান করে
মাতাল হয়েছি?
উদোর ভরে
গিলছি ওরে
লাগছে নাতো ফি!
পাতাল ফুঁড়ে
দেখছি দূরে-
হাসছে কত কী!
পায়ের তলে
মানিক জ্বলে,
হাহা হোহো হি!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ সোহেল মাহমুদ ২৪/১২/২০২৪Good
-
ফয়জুল মহী ১৪/১১/২০২৪অসাধারণ লেখনীতে মুগ্ধ হলেম কবি।
শুভেচ্ছা ও ভালোবাসা নিরন্তর। -
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৩/১১/২০২৪মন্ত্রমুগ্ধ