গাঁয়ের জীবন
নগরজীবন ইট-পাথরে ঘেরা
ধুলো-ধোঁয়ার দুষণ নিয়ে
নিত্য চলা-ফেরা!
নির্মল আকাশ, সচ্ছ্ব বায়ূ
কোথায় পাবে এরা?
সবুজায়ন গাঁয়ের জীবন
আমার কাছে সেরা।
ধুলো-ধোঁয়ার দুষণ নিয়ে
নিত্য চলা-ফেরা!
নির্মল আকাশ, সচ্ছ্ব বায়ূ
কোথায় পাবে এরা?
সবুজায়ন গাঁয়ের জীবন
আমার কাছে সেরা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ২৯/১০/২০২৪খুবই ভালো লাগলো