কথার পাগল নই
সারাটা দিন
কথার মাঝে রই
সময় ফুরায়
কথা ফুরায় কই?
যেটুকু বাকি
মনেই রাখি
আবার শুরু
সামনে পেলে ওই
তবুও আমি
কথার পাগল নই।
কথার মাঝে রই
সময় ফুরায়
কথা ফুরায় কই?
যেটুকু বাকি
মনেই রাখি
আবার শুরু
সামনে পেলে ওই
তবুও আমি
কথার পাগল নই।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৯/০৪/২০২৫বেশ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৯/১০/২০২৪বেশ ভাবনাময়
-
আলমগীর সরকার লিটন ২৭/১০/২০২৪সুন্দর অনুভব
-
ফয়জুল মহী ২৭/১০/২০২৪Fantastic