ইনসাফ
ইনসাফ!
সে তো বাপ
রোজ রোজ ধুই;
তারপর
ভাজ করে
আলনায় থুই!
ইনসাফ!
কখনো তা
সাথে রাখি না তো
খামাখাই
ওটা চেয়ে
দুই হাত পাতো!
সে তো বাপ
রোজ রোজ ধুই;
তারপর
ভাজ করে
আলনায় থুই!
ইনসাফ!
কখনো তা
সাথে রাখি না তো
খামাখাই
ওটা চেয়ে
দুই হাত পাতো!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ সোহেল মাহমুদ ২৯/১১/২০২৪সু্ন্দর।
-
মোঃ ফরিদুল ইসলাম ১৬/১১/২০২৪বাহ
-
ইকরামুল শামীম ২৮/১০/২০২৪বাহ্
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২৬/১০/২০২৪সুন্দর
-
suman ২৬/১০/২০২৪অসাধারণ কাব্য
-
ফয়জুল মহী ২৫/১০/২০২৪সুন্দর । ভালো একটা কবিতা পড়লাম।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৫/১০/২০২৪অনন্য