বাজেট
বাজেট মানে উচ্চবিত্তের
স্বপ্ন আঁকাআঁকি
মধ্যবিত্তের ন্যাড়া গাছে
আরও একটা ঝাঁকি
নিম্ন বিত্তের জীবন জুড়ে
শুভঙ্করের ফাঁকি!
আমরা তবু বাজেট নিয়ে
আশায় আশায় থাকি
টং দোকানের ব্রেঞ্চে বসে
চা কিনে খাই বাকি
পরের সাথে তর্ক করেই
হচ্ছি মাখামাখি।।
স্বপ্ন আঁকাআঁকি
মধ্যবিত্তের ন্যাড়া গাছে
আরও একটা ঝাঁকি
নিম্ন বিত্তের জীবন জুড়ে
শুভঙ্করের ফাঁকি!
আমরা তবু বাজেট নিয়ে
আশায় আশায় থাকি
টং দোকানের ব্রেঞ্চে বসে
চা কিনে খাই বাকি
পরের সাথে তর্ক করেই
হচ্ছি মাখামাখি।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৭/০৮/২০২৪চমৎকার
-
আলমগীর সরকার লিটন ০৪/০৮/২০২৪চমৎকার ছড়া কবি দা
-
ফয়জুল মহী ০৩/০৮/২০২৪অপূর্ব সুন্দর সৃজন। মুগ্ধতা রইলো।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৩/০৮/২০২৪সঠিক কথা
-
কামরুজ্জামান সাদ ০২/০৮/২০২৪বাজেট মানে আগ্রাসন