কালো ও ভালো
ভালো সদাই আলো ছড়ায়
কালো ছড়ার বিষ
কালো আছে বলেই ভালো
জ্বলছে অহর্নিস!
সূর্য জ্বলে চাঁদও জ্বলে
জ্বলে হাজার তারা
রাত যদি সে না হয় কালো
কে পেতো সাহারা?
কালি কালো, চুল কালো
কালো চোখের মণি
চরিত্রটায় থাকলে কালি
দূর করো এক্ষনই।।
কালো ছড়ার বিষ
কালো আছে বলেই ভালো
জ্বলছে অহর্নিস!
সূর্য জ্বলে চাঁদও জ্বলে
জ্বলে হাজার তারা
রাত যদি সে না হয় কালো
কে পেতো সাহারা?
কালি কালো, চুল কালো
কালো চোখের মণি
চরিত্রটায় থাকলে কালি
দূর করো এক্ষনই।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১১/০৯/২০২৪অসাধারণ লাগল।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০১/০৬/২০২৪বেশ লাগলো
-
আলমগীর সরকার লিটন ১৯/০৫/২০২৪মজার ছড়া
-
পল্লব ১৮/০৫/২০২৪সব সময়ই আপনার লেখা আমার ভালো লাগে! আরেকটি সুন্দর ছড়া পড়ে মুগ্ধ হলাম!
-
আব্দুর রহমান আনসারী ১৮/০৫/২০২৪বেশ ভালো
-
ফয়জুল মহী ১৭/০৫/২০২৪পরিশীলিত মননের কবিতা।