প্রেমের লীলা
আমার আমি এই বাদামি,
এই কালো এই সাদা
নানা রঙের মনটা আমার
রঙিন সুতোয় বাঁধা।
আমি যেমন লাইলি-মজনু
তেমন কৃষ্ণ-রাধা।
আসলে এই প্রেমের লীলা
একটা গোলক ধাঁধা।
‘প্রেম যে করে সে হলো এক
মস্ত বড়ো গাধা-’
এমন বলেই প্রেম সাগরে
কাটছে সাঁতার দাদা!
এই কালো এই সাদা
নানা রঙের মনটা আমার
রঙিন সুতোয় বাঁধা।
আমি যেমন লাইলি-মজনু
তেমন কৃষ্ণ-রাধা।
আসলে এই প্রেমের লীলা
একটা গোলক ধাঁধা।
‘প্রেম যে করে সে হলো এক
মস্ত বড়ো গাধা-’
এমন বলেই প্রেম সাগরে
কাটছে সাঁতার দাদা!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আলমগীর সরকার লিটন ০৩/১১/২০২২অসাধারণ ছড়া উপহার দিয়েছেন কবি দা
-
বোরহানুল ইসলাম লিটন ০২/১১/২০২২প্রেমের লীলায় জীবন শেষ,
তবু মানুষ খুঁজেই চলে
বেতাল প্রেমের রেশ!
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত। -
ফয়জুল মহী ৩১/১০/২০২২অসাধারণ উপস্থাপন করেছেন কবি শুভ কামনা রইলো