দম নেই
গরল গিলেই সরল জীবন
বোঝা টেনে লাভ কি?
টানছি সেটা জন্ম থেকেই
এখন এমন চাপ কি?
চাপে চাপেই চ্যাপ্টা দেহের
গল্প কিছু কম নেই,
স্বভাব দোষেই কর্মে ফাঁকি
কলের পুতুল, দম নেই!
বোঝা টেনে লাভ কি?
টানছি সেটা জন্ম থেকেই
এখন এমন চাপ কি?
চাপে চাপেই চ্যাপ্টা দেহের
গল্প কিছু কম নেই,
স্বভাব দোষেই কর্মে ফাঁকি
কলের পুতুল, দম নেই!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ২২/১০/২০২২
-
অভিজিৎ হালদার ২১/১০/২০২২ওহ বেশ
কলের পুতুল নেই দম!
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত!