পরিপাটি
দুঃখ যাদের ছোঁয় না তারা
পায় কি সুখের স্বাদ?
কনক যেমন যোগ্যতা পায়
মিশেল হলেই খাদ!
দুঃখে তেমন জীবন খাঁটি
মন্দ- ভালোয় পরিপাটি!
তা না হলে একপেষে ঐ
জীবনটা বরবাদ।।
পায় কি সুখের স্বাদ?
কনক যেমন যোগ্যতা পায়
মিশেল হলেই খাদ!
দুঃখে তেমন জীবন খাঁটি
মন্দ- ভালোয় পরিপাটি!
তা না হলে একপেষে ঐ
জীবনটা বরবাদ।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোহাম্মদ তারেক ১৭/১০/২০২২Nice
-
ন্যান্সি দেওয়ান ১৭/১০/২০২২Good
-
শাহানাজ সুলতানা (শাহানাজ) ১৭/১০/২০২২লেখা পড়ে ভালো লাগলো
-
ফয়জুল মহী ১৭/১০/২০২২ভালো লাগলো লেখাটি পড়ে