এই ধরেছি কান
(বাংলা কবিতা ডটকম-এর পাঠকপ্রিয় কবি সঞ্জয় কর্মকারকে
উৎসর্গকৃত ছড়া-কবিতা)
ঘরের বিড়াল বাইরে এসে
উর্দ্ধে তুলে শির
বলে- ‘‘আমি বাঘের মেসো-
মস্ত বড়ো বীর!”
বীর তো নহে, বীরবল সে-
চাঁপায় শুধু জোর-
ঘরে গেলেই ঐ চেহারা
বদলে জানি তোর!
এই আসরে মুখ ফসকেও
বলবো না সেই কথা-
চোরে চোরে মাসতুতো ভাই
তুই আর আমি যথা।
তোর গেলে তো আমার যাবে
সঞ্চিত সব মান-
বলবো না বলবো না কিছুই
এই ধরেছি কান।।
উৎসর্গকৃত ছড়া-কবিতা)
ঘরের বিড়াল বাইরে এসে
উর্দ্ধে তুলে শির
বলে- ‘‘আমি বাঘের মেসো-
মস্ত বড়ো বীর!”
বীর তো নহে, বীরবল সে-
চাঁপায় শুধু জোর-
ঘরে গেলেই ঐ চেহারা
বদলে জানি তোর!
এই আসরে মুখ ফসকেও
বলবো না সেই কথা-
চোরে চোরে মাসতুতো ভাই
তুই আর আমি যথা।
তোর গেলে তো আমার যাবে
সঞ্চিত সব মান-
বলবো না বলবো না কিছুই
এই ধরেছি কান।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ১৬/১০/২০২২অসাধারণ উপস্থাপন l
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১৬/১০/২০২২বেশ ভাবনার প্রকাশ।
-
বোরহানুল ইসলাম লিটন ১৬/১০/২০২২বলবো না ভাই সত্য কথা
উচ্চে রাখো শির,
তোমার রঙিন পুচ্ছ ধরেই
সাজবে আমি বীর!
অসাধারণ প্রিয় কবি! আন্তরিক শুভ কামনা জানবেন সতত।