পড়ছি গ্যাড়াকলে
দুইয়ে দুইয়ে চার হবে
সহজ অঙ্কের খেলা,
কিন্তু সেটা হচ্ছে নাকো
শুধু আমার বেলা।
দুইয়ে দুইয়ে তিন হচ্ছে
নতুবা হয় পাঁচ;
কারণটা কি? কোন মতই
হচ্ছে নাকো আঁচ!
যেমন কর্ম তেমনই ফল
সবার বেলায় ফলে;
ভালো কিছু করেও আমি
পড়ছি গ্যাড়াকলে!
সহজ অঙ্কের খেলা,
কিন্তু সেটা হচ্ছে নাকো
শুধু আমার বেলা।
দুইয়ে দুইয়ে তিন হচ্ছে
নতুবা হয় পাঁচ;
কারণটা কি? কোন মতই
হচ্ছে নাকো আঁচ!
যেমন কর্ম তেমনই ফল
সবার বেলায় ফলে;
ভালো কিছু করেও আমি
পড়ছি গ্যাড়াকলে!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২২/১১/২০২২সুন্দর ভাবনা।
-
ফয়জুল মহী ১১/১০/২০২২অনিন্দ্য
ভালো লাগলো লেখা -
তাবেরী ১১/১০/২০২২দারুণ