খান সাহেবের তামদারি
বেঁচে থেকে পায়নি অষুধ
চিকিৎসাহীন পাড়ি,
খান সাহেবের মরনোত্তর-
চলছে রে তামদারি।
হাজার লোকের খানাপিনা
বিশাল আয়োজন-
দাওয়াতিরা দেখছে অবাক
‘খানদানীদের মন!’
ছয় পুত্রের আমিন! আমিন!
ম’লভীর চোখে বান-
"কবরে রেখো ঘুম পারিয়ে,
বেহেশত্ করো দান।"
চিকিৎসাহীন পাড়ি,
খান সাহেবের মরনোত্তর-
চলছে রে তামদারি।
হাজার লোকের খানাপিনা
বিশাল আয়োজন-
দাওয়াতিরা দেখছে অবাক
‘খানদানীদের মন!’
ছয় পুত্রের আমিন! আমিন!
ম’লভীর চোখে বান-
"কবরে রেখো ঘুম পারিয়ে,
বেহেশত্ করো দান।"
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১২/১০/২০২২দারুণ
-
তাবেরী ১১/১০/২০২২সুন্দর
-
ফয়জুল মহী ১০/১০/২০২২অনবদ্য অনুভূতি প্রকাশ