চুরি
চোরে চোরে মাসতুতো ভাই
থাকেন যারা উপরটায়-
পুকুর চুরি করেন- রোজই
নিত্য দিনের-দুপুরটায়।
পঞ্চাশ হাজার পাচ্ছে’ বেতন
মাসে লক্ষ খরচ তার;
কোথা থেকে আসছে টাকা
হিসাবে সে পাচ্ছে ছাড়!
ক্ষুধার পেটে খাদ্য চুরি?
মস্ত বড়ো অপরাধ!
পিটিয়ে দেই নাম ভুলিয়ে
মিটিয়ে দেই চুরির সাধ!
থাকেন যারা উপরটায়-
পুকুর চুরি করেন- রোজই
নিত্য দিনের-দুপুরটায়।
পঞ্চাশ হাজার পাচ্ছে’ বেতন
মাসে লক্ষ খরচ তার;
কোথা থেকে আসছে টাকা
হিসাবে সে পাচ্ছে ছাড়!
ক্ষুধার পেটে খাদ্য চুরি?
মস্ত বড়ো অপরাধ!
পিটিয়ে দেই নাম ভুলিয়ে
মিটিয়ে দেই চুরির সাধ!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বিধান চন্দ্র ধর ১৩/১০/২০২২চমৎকার অনুভুতির প্রকাশ পাঠে ভালো লাগলো ।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৯/১০/২০২২দারুণ
-
ফয়জুল মহী ০৯/১০/২০২২চমৎকার লেখা,খুবেই ভালো লাগলো 🌹🌹🌹