টুপির নিচে
কালকে ছিল বোতল যিনি
আজকে ফেঁপে ড্রাম!
একই হাটে খাজনা তোলেন
বুশ, বাইডেন, ট্রাম্প!
গণতন্ত্রের টুপির নিচেই
ধনতন্ত্রের জয়-
কর্তা সেজে ছড়ি ঘোরান
গোটা বিশ্বময়!
অস্ত্র নেড়ে- অর্থ-নীতির
সূচক রাখেন চাঙ্গা,
ক্যাঁচাল করে মিসকিনেরা
নিত্য ফ্যাসাদ দাঙ্গা!
আজকে ফেঁপে ড্রাম!
একই হাটে খাজনা তোলেন
বুশ, বাইডেন, ট্রাম্প!
গণতন্ত্রের টুপির নিচেই
ধনতন্ত্রের জয়-
কর্তা সেজে ছড়ি ঘোরান
গোটা বিশ্বময়!
অস্ত্র নেড়ে- অর্থ-নীতির
সূচক রাখেন চাঙ্গা,
ক্যাঁচাল করে মিসকিনেরা
নিত্য ফ্যাসাদ দাঙ্গা!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৭/১০/২০২২সুন্দর বক্তব্য।
-
ফয়জুল মহী ০৭/১০/২০২২সুন্দর অনুভূতির অসাধারণ প্রকাশ।