স্বার্থ নিয়ে লড়ি
বিবেকের সাথে লড়ি না এখন
স্বার্থ নিয়ে ই লড়ি;
বসতে দিলে শুতে চাই আবার
শুতে দিলে গড়াগড়ি।
তুমি কি খাবে? কি খাবে ওরা?
সেই ভাবনাটা পাছে;
কবজি ডুবিয়ে নিজে খেতে চাই
যতটা- সামনে আছে।
"মানুষ মানুষের জন্য" বলা সেই
ভূপেনের কথা ছাড়ো;
নিজকে- আগে বাঁচাতে চাও তো
পরের অন্ন কাড়ো।।
স্বার্থ নিয়ে ই লড়ি;
বসতে দিলে শুতে চাই আবার
শুতে দিলে গড়াগড়ি।
তুমি কি খাবে? কি খাবে ওরা?
সেই ভাবনাটা পাছে;
কবজি ডুবিয়ে নিজে খেতে চাই
যতটা- সামনে আছে।
"মানুষ মানুষের জন্য" বলা সেই
ভূপেনের কথা ছাড়ো;
নিজকে- আগে বাঁচাতে চাও তো
পরের অন্ন কাড়ো।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বিধান চন্দ্র ধর ১৩/১০/২০২২দারুন!
-
তাবেরী ০৫/১০/২০২২সুন্দর ভাবনা
-
ফয়জুল মহী ০৪/১০/২০২২অসাধারণ কবিতা
অপার মুগ্ধতা নিয়ে পড়লাম