কুলাঙ্গার খেলুড়ে
ডার্টি গেমের থার্টি পূরণ
উড়নচণ্ডী মন-
সংসার কানা করতে করি
স্বার্থক আয়োজন।
সমাজ কানা করতে পারি
খুব সামান্য চালে,
জাত মেরেছি হাজার হাজার
যেই ফেঁসেছে জালে।
দেশ কানাতে সামান্য বাকি
একটু হলেই পারবো
তার পরে কি? সংগোপনে-
পঁচা দেশটা ছাড়বো।।
উড়নচণ্ডী মন-
সংসার কানা করতে করি
স্বার্থক আয়োজন।
সমাজ কানা করতে পারি
খুব সামান্য চালে,
জাত মেরেছি হাজার হাজার
যেই ফেঁসেছে জালে।
দেশ কানাতে সামান্য বাকি
একটু হলেই পারবো
তার পরে কি? সংগোপনে-
পঁচা দেশটা ছাড়বো।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
তাবেরী ০৫/১০/২০২২অসাধারণ
-
ফয়জুল মহী ০৪/১০/২০২২Excellent written
-
বোরহানুল ইসলাম লিটন ০৪/১০/২০২২সময়ের সাবলিল উচ্চারণ প্রিয় কবি!
শুভ কামনা জানবেন সতত!