তেঁতুল খাওয়া মানা
ফুচকার স্বাদ তেঁতুল টকে-
তেঁতুল খাওয়া মানা
দু চোখ দিব্যি কপালে রেখে
বামাচারিনী কানা।
তা হলে কি হবে তৃতীয় নয়ন
সময়ের আছে ঠিকি
মনের আগুন সহজে নিভে না
জ্বলে সে ধিকি ধিকি।।
তেঁতুল খাওয়া মানা
দু চোখ দিব্যি কপালে রেখে
বামাচারিনী কানা।
তা হলে কি হবে তৃতীয় নয়ন
সময়ের আছে ঠিকি
মনের আগুন সহজে নিভে না
জ্বলে সে ধিকি ধিকি।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
তাবেরী ০৫/১০/২০২২ক্ষুদ্র হলেও সুন্দর
-
বোরহানুল ইসলাম লিটন ০৪/১০/২০২২অতুলণীয় সমাপ্তি!
মুগ্ধতা আর মুগ্ধতা অন্তহীণ! -
ফয়জুল মহী ০২/১০/২০২২আমাকে রোমাঞ্চিত করলো লেখা ।