নেংটিরাজা
ঝেংটি মেরে নেংটি বলে
‘‘আমি রাজার রাজা,
হাতি-ঘোড়া গেছে তলে-
দেইনি কারে সাজা!
তুই সজারু,
খুব মজারু!
মজা করিস বলেই তোকে
খাওয়াই ইলিশ ভাজা!”
‘‘আমি রাজার রাজা,
হাতি-ঘোড়া গেছে তলে-
দেইনি কারে সাজা!
তুই সজারু,
খুব মজারু!
মজা করিস বলেই তোকে
খাওয়াই ইলিশ ভাজা!”
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন গায়েন ১৩/০৫/২০২১সু ন্দ র
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ০৭/০৪/২০২১ব্যাঙ্গমানের বাস্তবধর্মী কবিতা।
-
Md. Rayhan Kazi ০৭/০৪/২০২১অনন্য লেখনশৈলী
-
আব্দুর রহমান আনসারী ০৬/০৪/২০২১অপূর্ব
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৫/০৪/২০২১লোক একটা নেংটিরাজা
খায় মাছটি ভাজা,
নাই মুকুট, তবু মুকুটবিহীন রাজা!
খায় তিলের খাজা,
মুকুটবিহীন রাজা! -
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৫/০৪/২০২১nice
-
ফয়জুল মহী ০৫/০৪/২০২১কলম চলুক সত্য, ন্যায় ও ভালোবাসায়।