কথা
মাপাকথা, চাপাকথা, ফাঁপাকথাও আছে
কিছু কিছু কথা নাকি- ধরে আতা গাছে!
আতা গাছে তোতা পাখি সেও কথা বলে-
আকথা-কুকথা যতো হাওয়ায় উড়ে চলে!
কাঁচাকথা, পাকাকথা, কথা ছোট বড়ো
কথাতে হাজার লোক- হয়ে যায় জড়ো
নেতা-অভিনেতাদের- কথা যেন- খই
চুপকথা- রূপকথা- কথা হয় বই।
হক কথা, ঠক কথা আরও কথা আছে
কিছু কথা না বলাই থাকে কারো কাছে।
কিছু কথা এমন আছে খুব বেশী জোর-
জাতিকে দেখায় পথ, আলোকিত ভোর!
কথায়-ই কথা আসে- কথা ফিরে যায়
কেউ কেউ এমনও হয়- কথা গিলে খায়!
গিলে খাওয়া কথা যেন- দিলে পায় ঠাঁই
কথায় কথার জের, টা-টা, বাই বাই!
কিছু কিছু কথা নাকি- ধরে আতা গাছে!
আতা গাছে তোতা পাখি সেও কথা বলে-
আকথা-কুকথা যতো হাওয়ায় উড়ে চলে!
কাঁচাকথা, পাকাকথা, কথা ছোট বড়ো
কথাতে হাজার লোক- হয়ে যায় জড়ো
নেতা-অভিনেতাদের- কথা যেন- খই
চুপকথা- রূপকথা- কথা হয় বই।
হক কথা, ঠক কথা আরও কথা আছে
কিছু কথা না বলাই থাকে কারো কাছে।
কিছু কথা এমন আছে খুব বেশী জোর-
জাতিকে দেখায় পথ, আলোকিত ভোর!
কথায়-ই কথা আসে- কথা ফিরে যায়
কেউ কেউ এমনও হয়- কথা গিলে খায়!
গিলে খাওয়া কথা যেন- দিলে পায় ঠাঁই
কথায় কথার জের, টা-টা, বাই বাই!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ০৬/০৪/২০২১কথার কতকথায় একরাশ মুগ্ধতা
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৫/০৪/২০২১কথাই জীবন,
উল্টা কথায় মরণ,
কথার মালা,
জীবন ভালা। -
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৫/০৪/২০২১lovely
-
ফয়জুল মহী ০৫/০৪/২০২১কমনীয় ভাবনায় যাদুকরী উপস্থাপন । মন্ত্রমুগ্ধ হয়ে পড়লাম লেখাটা।