বিলেত ফেরত বিড়াল
বিলেত ফিরত একটা বিড়াল
বড্ড দেখায় তেঁজ
স্বজাতিদের কেয়ার করে না
উচিয়ে রাখে লেজ!
গলায় যে এক ঘন্টা বাঁধা
হাঁটতে গেলে বাজে
ইঁদুর মেরে খায়নাকো সে
যায়না ওসব কাজে!
শুয়ে-বসেই আয়েশ করে
গড়গড়ে নাক ডাকে,
আর বিলেতের গল্প করে-
নানান কথার ফাঁকে!
বড্ড দেখায় তেঁজ
স্বজাতিদের কেয়ার করে না
উচিয়ে রাখে লেজ!
গলায় যে এক ঘন্টা বাঁধা
হাঁটতে গেলে বাজে
ইঁদুর মেরে খায়নাকো সে
যায়না ওসব কাজে!
শুয়ে-বসেই আয়েশ করে
গড়গড়ে নাক ডাকে,
আর বিলেতের গল্প করে-
নানান কথার ফাঁকে!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ২৮/১১/২০২০মন্ত্রমুগ্ধ কর
-
সাঃ মোঃ সাখাওয়াত হোসেন ২৭/১১/২০২০খুব ভালো।
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৬/১১/২০২০Beautiful.
-
ফয়জুল মহী ২৬/১১/২০২০মুগ্ধকর লেখা উপস্হাপন করেছেন ।
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২৬/১১/২০২০খুব সুন্দর লেখনী।