গবুর জ্ঞানের কথা
গবু অত্র রসুলপুর গ্রামের একমাত্র বিএ পাশ ছেলে। গত এগারো বছরেও রসুলপুরের কেউ তার রেকর্ড ভাঙ্গতে পারেনি। বাপের বিষয়-সম্পত্তির হিসাব-নিকাশ নাই। সে তাঁর একমাত্র পুত্র। কোন কাজকাম করেন না- গ্রামের চৌরাস্তার মোড়ে বাদলের চায়ের দোকানে বসে গ্রামের মানুষকে নিজ-খরচায় চা-বিস্কুট খাওয়ান আর জ্ঞানের কথা শোনান।
আজ একজন চায়ের কাপে বিস্কুট ভিজিয়ে খেতে খেতে গবুর কাছে জানতে চাইলেন-
- ভোট আসতে আর কতো দেরি ভাইজান?
-ভোট? মানে নির্বাচন! শোন-এই বিষয়টা মনে রাখবা-
‘‘যখন এলাকার সুপরিচিত কোন ভদ্রলোক হঠাৎ করে তোমাকে সম্মান করা শুরু করবেন, আসতে-যেতে সালাম দিবেন খোঁজ-খবর নিবেন, তখন বুঝবে- সামনে স্থানীয় নির্বাচন আর তিনি একজন মেম্বার অথবা চেয়ারম্যান প্রার্থী!
আর যখন অপরিচিত কোন ভদ্রলোককে দেখবে- দামী গাড়িতে চড়ে- ধুলো না উড়িয়ে ধীরে ধীরে গ্রামের রাস্তা দিয়ে যেতে যেতে দু’পাশের সবাইকে হাত নাড়াবেন এমন কি গাছপালা গরু-ছাগলকেও সালাম দিবেন তখন বুঝতে হবে সামনে সংসদ নির্বাচন এবং তিনি অত্র আসন থেকে কোন দলের হয়ে নির্বাচন করবেন। ক্লিয়ার?
-জি ভাইজান ক্লিয়ার!
আজ একজন চায়ের কাপে বিস্কুট ভিজিয়ে খেতে খেতে গবুর কাছে জানতে চাইলেন-
- ভোট আসতে আর কতো দেরি ভাইজান?
-ভোট? মানে নির্বাচন! শোন-এই বিষয়টা মনে রাখবা-
‘‘যখন এলাকার সুপরিচিত কোন ভদ্রলোক হঠাৎ করে তোমাকে সম্মান করা শুরু করবেন, আসতে-যেতে সালাম দিবেন খোঁজ-খবর নিবেন, তখন বুঝবে- সামনে স্থানীয় নির্বাচন আর তিনি একজন মেম্বার অথবা চেয়ারম্যান প্রার্থী!
আর যখন অপরিচিত কোন ভদ্রলোককে দেখবে- দামী গাড়িতে চড়ে- ধুলো না উড়িয়ে ধীরে ধীরে গ্রামের রাস্তা দিয়ে যেতে যেতে দু’পাশের সবাইকে হাত নাড়াবেন এমন কি গাছপালা গরু-ছাগলকেও সালাম দিবেন তখন বুঝতে হবে সামনে সংসদ নির্বাচন এবং তিনি অত্র আসন থেকে কোন দলের হয়ে নির্বাচন করবেন। ক্লিয়ার?
-জি ভাইজান ক্লিয়ার!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
হুসাইন দিলাওয়ার ১২/১২/২০২০বাহ
-
আবু ওয়াহেদ ০৮/১২/২০২০ক্লিয়ার। 😁
-
আব্দুর রহমান আনসারী ০৫/১১/২০২০অঃ দারুন!
-
তানভীর সিদ্দিক টিপু ০৪/১১/২০২০মনোরম
-
Biswanath Banerjee ০৪/১১/২০২০গোওওড
-
সাইয়িদ রফিকুল হক ০৩/১১/২০২০বেশ রম্য!
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০৩/১১/২০২০সুন্দর প্রকাশ।
-
ফয়জুল মহী ০৩/১১/২০২০বাহ সত্যি অনবদ্য